করোনা : চট্টগ্রামে এবার ‘মৃত্যুর’ হ্যাটট্রিক

করোনায় মৃত্যুতে এবার হ্যাটট্রিক হয়েছে। না, দুঃখের নয়, সুখের হ্যাটট্রিক। গত তিনদিন করোনায় যে মৃত্যুশূন্য দিন কাটিয়েছে চট্টগ্রাম! টানা তিনদিন মৃত্যুর আহাজরি শোনা যায়নি চট্টগ্রামে। সর্বশেষ ৩০ অক্টোবর চট্টগ্রামে দুই করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। আক্রান্ত সবাই নগরের বাসিন্দা। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো এক লাখ দুই হাজার ২৩৮ জনে।

বুধবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। ফলে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.২৭ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় এবার ‘বিপরীত’ চিত্র

গত ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩২৫ জন করোনা রোগী। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!