চট্টগ্রামে করোনার প্রকোপ কমার লক্ষণ নেই, বিধিনিষেধ মানছেই না কেউ

করোনার প্রকোপ কমার লক্ষণ নেই। প্রতিদিনই আক্রান্ত আর মৃতের সংখ্যা প্রায় একইবৃত্তে ঘুরপাক খাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন খুলে দেওয়ার পর মানুষ অসেচতন হয়ে পড়েছে। মাস্ক পড়ার প্রয়োজনীয়তাও অনুভব করছেন না। কোথাও সামাজিক দূরত্ব মানার বালাই নেই, চাইলেই এড়ানো যায় এমন জায়গায়ও যাচ্ছে মানুষ।

সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে সভা-সমাবেশ কিছুই বাদ নেই, ফলে এতদিনে যেখানে মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে আসার কথা সেটা হচ্ছে না। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬২ জনে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : ‘মৃত্যু’ যেন পাগলা ঘোড়া

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে  জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৭ এবং উপজেলার ৪১ জন। মোট শনাক্তে দাঁড়ালো ১ লাখ ৫৬০ জনে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৮ নমুনা পরীক্ষায় ২০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৭১ নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬৫ নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩২ নমুনা পরীক্ষায় ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০ নমুনা পরীক্ষায় ৪ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৩০৫ নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত জাপার মহাসচিব বাবলু, চিকিৎসা নিচ্ছেন ল্যাব এইডে

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ নমুনা পরীক্ষায় ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এছাড়া ল্যাব এইডে ২ জনের, কক্সবাজার মেডিকেল কলেজে ৩ জনের এবং ৩৪ জনের এন্টিজেন টেস্ট করে কারও শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!