চট্টগ্রামে ইয়াবা কারবারির ৫ বছরের জেল, আসামির খোঁজ নেই

নগরে ২০০ ইয়াবা উদ্ধারের মামলায় মো. নুরনবী হাওলাদারকে (৪৩) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৫ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালত এ রায় ঘোষণা করেন।

মো. নুরনবী হাওলাদার পিরোজপুর নাজিরপুর মিঠারকুল ঝনঝনিয়া এলাকার আবু বক্কর হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের নিউমার্কেট এলাকা থেকে ২০০ ইয়াবা উদ্ধারের মামলায় একমাত্র আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ ডিসেম্বর নগরের নিউমার্কেট মোড় এলাকা থেকে ২০০ ইয়াবাসহ নূরনবী হাওলাদারকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক মামলা দায়ের করেন।
এ মামলায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি নূরনবী হাওলাদারকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!