চট্টগ্রামে অকটেন-ডিজেলে চুরি, ধরা খেল ২ ফিলিং স্টেশন

ওজনে কম দেওয়ায় নগরের দুটি ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নগরের আমিন জুট মিল ফিলিং স্টেশনে ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি কম দেওয়া হচ্ছিল। ওজনে কম দেওয়ার বিষয়টি ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে ধরা পড়ার পর প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অক্সিজেন এলাকায় হাজী এ ওয়াজেদ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট দুটি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আলোকিত চট্টগ্রামকে বলেন, ওজনে কম দেওয়ার অপরাধে দুটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!