নাইক্ষ্যংছড়িতে রাতের অভিযানে উদ্ধার ৯ চোরাই গরু, গহীন অরণ্যে ৫১

নাইক্ষ্যংছড়িতে রাতভর অভিযানের পর মিয়ানমার থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৯টি চোরাই গরু জব্দ করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিক্তিতে বিজিবির একটি টিম স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার রাত ১০টায় অভিযানে নামে। এরপর রাত ৪টার দিকে ৯টি গরু জব্দ করে বিজিবি

জানা যায়, গরুগুলো পাহাড়ের গহীনে নিয়ে যাওয়ায় আরও ৫১টি গরু জব্দ করতে পারেনি বিজিবি। শেষ পর্যন্ত ৯টি গরু জব্দ করে বিজিবি। এসব গরুর অনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড়ধসে মরছে মানুষ, তবু চলছে পাহাড় বেচাকেনা

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসাইন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, ইয়াবা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম রোধ এবং চোরাইপথে আনা গরুসহ সবধরণের পণ্য আটকে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

ইউনুছ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!