চট্টগ্রামের অপহৃত যুবককে রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করল পুলিশ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সোমবার (১৮ জুলাই) রাতে অপরহণ করা হয়েছিল মো. কামাল উদ্দিনকে (৩৫)। অপহরণের দুদিনের মধ্যেই অক্ষত অবস্থায় তাঁকে রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে মামুন (২৫) ও বেলাল (২৫) নামে দুই অপহরণকারীকেও।

বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: উদ্ধার হলো ৩ অপহৃত, অস্ত্রসহ আটক ৭ অপহরণকারী

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, বাঁশখালী উপজেলার কাজিরপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. কামাল উদ্দিন। সোমবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার ভাই জয়নাল আবেদীন ওইদিন রাত ১২টায় থানায় মামলা করেন। এদিকে অপহরণকারীরা মোবাইল ফোনে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে প্রযুক্তির সহায়তায় রাঙামাটি ইসলামপুর এলাকা থেকে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এসময় চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!