চকরিয়ায় ৩ ঘণ্টার অভিযান শেষ হলো ৫০০ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে

চকরিয়ায় রাস্তা-ফুটপাত দখল করে গড়ে তোলা ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এসময় পৌর সচিব মাসউদ মোর্শেদ, থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : চকরিয়ায় অপহরণের ১৩ ঘণ্টায় শিশু উদ্ধার, পুলিশের জালে পালের গোদা

স্থানীয়রা জানায়, পৌর শহরের চিরিঙ্গায় মহাসড়কের পাশে ও অভ্যন্তরীণ সড়কসমূহে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় যানজট ও পথচারী চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া সড়কজুড়ে অটোরিকশা ও টমটম রাস্তা দখল করায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

এদিকে ফুটপাতের ভাসমান কাপড় ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, পুনর্বাসন না করে উচ্ছেদ করায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এখন চলব কীভাবে?

যোগাযোগ করা হলে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ফুটপাতে চলাচল করতে পারে এজন্য পৌরসভা কর্তৃপক্ষ সবসময় সজাগ রয়েছে। ফুটপাত পুনরায় যাতে কেউ দখল করতে না পারে এ বিষয়ে কমিউনিটি পুলিশ কাজ করবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!