চকবাজারে ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে ছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

চট্টগ্রামে দশতলা ভবনের ছাদ থেকে পড়ে মুনাম সামা তাহমিন (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে৷ পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার পশ্চিম গলি নেপচুন প্রোপার্টিজের দশতলা ভবনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নীরব পরিবারের সদস্যরা।

মুনাম সামা তাহমিন সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন : স্কুলছাত্রীর লাশ পড়ে ছিল খাটে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

এদিকে ভবনের ছাদ সংরক্ষিত থাকার পরও সেখান থেকে কীভাবে ওই ছাত্রী নিচে পড়ল এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে৷ এলাকাবাসীর কেউ কেউ বলছেন কেউ হয়ত তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো অভিযোগ দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিক অবস্থায় দুর্ঘটনা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। মনে হচ্ছে মেয়েটি ছাদে যাওয়ার পর অসাবধানতাবশত নিচে পড়ে যায়। ছাদে কোনো সিসি ক্যামেরাও নেই।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!