চকবাজারে চালককে মারল চাঁদাবাজরা

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ইয়াসিন আরাফাত জুয়েল (৩১) নামে এক ব্যাটারি রিকশা চালককে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরের চকবাজার থানার ধুনীরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে আহত চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁর মুখে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।

জানা যায়, চকবাজার ধুনীরপুল থেকে রাহাত্তারপুল পর্যন্ত প্রতিদিন শতাধিক ব্যাটারি রিকশা চলাচলে করে। এসব নিয়ন্ত্রণে মরিয়া একাধিক গ্রুপ। গ্রুপের সদস্যরা ধুনীরপুল ও রাহাত্তারপুল এলাকা থেকে নিয়মিত চাঁদা তুলে। তাদের দাবি করা চাঁদা কেউ না দিলে দলবদ্ধ হয়ে মারধর করে।

আরও পড়ুন : চকবাজারে ভাসমান দোকানে বাড়ছে বখাটের আড্ডা, চলে মাদক বেচাকেনাও

এ বিষয়ে আহত ইয়াসিন আরাফাত জুয়েল আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (সোমবার) দুপুর ২টার দিকে আমি রিকশায় যাত্রী নিয়ে ধুনীরপুলে নামিয়ে গাড়ি ঘুরাচ্ছিলাম। এসময় হঠাৎ মো. আলমগীর মিয়া ওরফে তরকারি রুবেল এসে গাড়ির চাবি নিয়ে ফেলে। তার কাছে চাবি চাইতে গেলে তিনি ১০০ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাবি পাশের খালে ছুঁড়ে ফেলে দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাকে মারধর শুরু করে। এ সময় আরও ৫-৬ জন এসে রুবেলে সঙ্গে যোগ দেয়।

তিনি বলেন, ঘটনার পর আমি চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে দেখছি।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!