ঘরের মাঠে তামিমের দুরন্ত ব্যাটিং, অবশেষে জয়ের দেখা পেল খুলনা

চট্টগ্রামের ছেলে বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। যার ওপর ক্রিকেট প্রেমীদের আস্থাটা সবসময় একটু বেশিই থাকে। তবে সেই আস্থার প্রতিদান দিতে একটু দেরি হলেও এবার নিজেকে আরেকবার প্রমাণ করলেন সেই তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম পর্বের খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে করেছেন অপরাজিত ৬০ রান। সেইসঙ্গে নিশ্চিত করেছেন দলের জয়ও।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনের খেলায় দুপুরে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স।

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর রাইডার্স। ওপেনিংয়ে নেমে ২ বল খেলে সাজঘরে ফেরেন রনি তালুকদার। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দূরন্ত সূচনা করলেও বেশিক্ষণ টিকতে পারেনি। এক ছক্কা আর তিন চারে ২৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় তামিমের

বরাবরের মতো এবারও দর্শকদের হতাশ করেছেন নাইম শেখ। ৯ বলে ১৩ রান করে নাইম ফিরে যান তিনি। এরপর শেখ মেহেদী হাসান ছাড়া আর কেউ দলের হাল ধরতে পারেননি। ৩৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন শেখ মেহেদী। মেহেদীর ৩৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান করে রংপুর।

এদিকে খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। চার ওভারে ১৪ রানে তিনি তুলে নেন ৪ উইকেট। আমাদ বাট নেন ৩ উইকেট। বাকি ২ উইকেট নেন বাংলাদেশি বোলার নাহিদুল ইসলাম।

অন্যদিকে ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে খুলনা টাইগার্স। তবে সেই চাপ সামাল দেন চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। তামিমের অর্ধশতক দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়৷

ওপেনিংয়ে নেমে তামিমকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি মুনিম শাহরিয়ার। ২১ বলে ২১ রান করে ফেরেন তিনি৷ তবে ভুল করেননি মাহমুদুল হাসান জয়। তামিম আর জয়ের ১০৯ রানের দুর্দান্ত পার্টনারশিপে সহজ জয় তুলে নেয় খুলনা টাইগার্স।

টানা তিন ম্যাচ হারার পর চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল খুলনা টাইগার্স। ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!