গাড়ির সিলিন্ডারে ২ কোটি টাকার ইয়াবা নিয়ে ধরা খেল ২ যুবক

লোহাগাড়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানা সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুয়াতলা বাহেরচর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১) এবং একই এলাকার মৃত মোশারফ খানের ছেলে আরজু খান (৩৫)।

আরও পড়ুন : ব্রিজঘাটে মোটরসাইকেলে চেপে ইয়াবা পাচার করছিল ২ যুবক

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে উপজেলার চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাসে (ঢাকা-মেট্টো-চ-১৩-৯৫৪৭) তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুযুবককে আটক করা হয়। এসময় মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ২ কোটি ১০ লাখ টাকা।

ওসি আর বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!