চট্টগ্রামে সরকারি অফিসের দুর্নীতি—হয়রানি নিয়ে গণশুনানি করবে দুদক

নগরের বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে গিয়ে দুর্নীতি, হয়রানি বা ভোগান্তির শিকার হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামকে জানানোর অনুরোধ করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে ভুক্তভোগীরা উপস্থিত হয়ে অভিযোগ তুলে ধরতে পারেবেন।

আরও পড়ুন: বাড়তি দাম—চট্টগ্রাম মেডিকেলের ন্যায্যমূল্যের দোকানে দুদকের হানা

দুদক জানায়, গণশুনানিতে অভিযোগ তুলে ধরতে দুর্নীতি বা হয়রানির তথ্য-প্রমাণসহ আগামী ২ আগস্ট বিকেল ৪টার মধ্যে সমন্বিত জেলা কার্যালয়কে জানাতে হবে।

গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

এ বিষয়ে জানতে চাইলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত আলোকিত চট্টগ্রামকে বলেন, বিআরটিএ, পাসপোর্ট অফিস, সিডিএ, কাস্টমস, বন্দর, সিটি করপোরেশন, চমেক হাসপাতাল, ডিসি অফিস ও হিসাবরক্ষণ অফিসে অভিযোগ বক্স বসানো হয়েছে। চমেক হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে প্রাপ্ত অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!