বাড়তি দাম—চট্টগ্রাম মেডিকেলের ন্যায্যমূল্যের দোকানে দুদকের হানা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) হাসপাতালের ন্যায্যমূল্যের দোকানে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দদুক)।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টার কিছু পর দুদকের একটি টিম চমেক হাসপাতালের নিচতলায় অবস্থিত দোকানটিতে অভিযানে যান।

জানা গেছে, দুদকের হটলাইন নম্বর ১০৬-এ ভুক্তভোগী রোগীরা অভিযোগ জানালে অভিযানে যায় দুদকের টিম। তারা প্রথমে প্রশাসনিক ভবনে যান এবং সেখানে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন। এরপর হাসপাতালের নিচতলায় অবস্থিত সরকারি ওষুধের দোকানে অভিযান চালান।

আরও পড়ুন: দুদক কর্তাকে মেরে ফেলার হুমকি, কর্ণফুলী গ্যাসের ‘এমডি’র বিরুদ্ধে জিডি গেল থানায়

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুছ সাদাত অভিযানে নেতৃত্বে দেন। টিমে আরও ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক ও কনস্টেবল মো. ইমরান হোসেন।

নাজমুছ সাদাত বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬-এ অভিযোগ পেয়ে অভিযানে যাই। আমরা এখনও চমেক হাসপাতালে আছি। হাসপাতাল থেকে বের হয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!