গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ মাদক ব্যবসায়ীরা, রক্তাক্ত করল দম্পতিকে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে সংঘবদ্ধ মাদক চক্র

গণমাধ্যমে বক্তব্যের জের ধরে মাদক ব্যবসায়ীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন পাহাড়তলী নোয়াপাড়ার স্থানীয় বাসিন্দা নাছিমা আক্তার ও তাঁর স্বামী মো. নোবেল।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নগরের নোয়াপাড়া রেললাইন ঘেঁষা বস্তিতে এ ঘটনা ঘটে। আহত দম্পতি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, হামলায় জড়িতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। থানা পুলিশের সঙ্গে তাদের রয়েছে দহরম-মহরম সম্পর্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমা আক্তার একই এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা করেন। সম্প্রতি দৈনিক আলোকিত চট্টগ্রামের প্রতিবেদনে মাদক ব্যবসায়ীদের নিয়ে বক্তব্যও দেন তিনি। এরই সূত্র ধরে এলাকার মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

আরও পড়ুন: বড়পোলে মাদক জুয়া চাঁদাবাজি জায়গা দখল—সবকিছুই হয় কাদেরের ইশারায়

হামলায় আহত নাছিমা আক্তার আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি এলাকায় মাদক নির্মূলে কাজ করছি র্দীঘদিন ধরে। সম্প্রতি আলোকিত চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বক্তব্য দিই। এরই সূত্র ধরে মাদক ব্যবসায়ীরা মিলে আমার ও স্বামীর ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, আমি থানায় ফোন করার পর দুজন পুলিশ আসে। তারা উল্টো তাদের পক্ষ নিয়ে আমাকে না দেখেই চলে যায়।

হামলা কারা করেছে জানতে চাইলে তিনি বলেন, মাদক সম্রাজ্ঞী জাকির মিস্ত্রি, মিলনির মেয়ে মুন্নি, জাহানারা, পারভিন, ফাতেমা, রোজিনা, আইল্লা, মাইল্লা, করিম, আলী এবং নোয়াপাড়া এলাকার মাদকের ডিলার চোরা কাসেম মিলে হামলা করেছে। এসআই হেলালের বিরুদ্ধে সংবাদমাধ্যমে কথা বলায় আমার কাল হলো।

আহত নাছিমা আক্তারের স্বামী মো. নোবেল বলেন, আমার স্ত্রী এলাকায় মাদকের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে দীর্ঘদিন ধরে। তাই সে মাদক ব্যবসায়ীদের চক্ষুশূল। আবার কিছুদিন আগে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদমাধ্যমে বক্তব্যও দেয়। সবকিছু মিলে তারা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এ কারণ দুপক্ষের মধ্যে মারামারি হয়। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!