কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হলো আর্জেন্টাইনরা।

বুধবার দ্বিতীয় সেমিফাইনালে এস্তাদিয়ো ন্যাসিওনাল দে ব্রাসিলিয়ায় নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে ড্র থাকে। খেলা গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক মার্টিনেজ। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দেন তিনি। সেই সুবাধে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। ফলে ফাইনালের দল নির্ধারণে খেলা গড়ায় টাইব্র্রেকারে। কোপা আমেরিকার নিয়ম অনুসারে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হওয়ার নিয়ম নেই। ৯০ মিনিটের খেলা শেষ হলেই সরাসরি টাইব্রেকারে।

প্রথমার্ধে সৌভাগ্যের কারণেই পরপর দু’বার বেঁচে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে আর কলম্বিয়ার আক্রমণ ঠেকাতে পারেনি মেসির দল। ৬১ মিনিটেই গোল হজম করে আর্জেন্টিনা।

এর আগে প্রথমার্ধের শুরুতেই কলম্বিয়ার বিপক্ষে সপ্তম মিনিটেই মেসির পাস বল পেয়ে গোল করেন লওতারো মার্টিনেজ। এই ১-০ গোলেই প্রথমার্ধ শেষ হয়।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়ে করে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া।

অন্যদিকে আর্জেন্টিনা শেষ আটে ৩-০ গোলে হারায় ইকুয়েডরকে। এবার আর্জেন্টিনা ফাইনালের টিকিট নিশ্চিত করল কলম্বিয়াকে হারিয়ে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!