কুকুরের হামলা—বনের চিত্রা হরিণের মৃত্যু!

সীতুকুণ্ডে কুকুরের কামড়ে একটি চিত্রা হরিণের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন হরিণের মৃতদেহটি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলে পড়েছিল।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় মুরাদপুর ইউনিয়নের সাগর উপকূলের গুলিয়াখালী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একঝাঁক কুকুর গুলিয়াখালী সাগর উপকূলের বনে ঢুকে পড়ে। এ সময় কয়েকটি হরিণ বনে চলাচল করতে দেখে কুকুরের দল আক্রমণ করে। এতে একটি হরিণ বন থেকে সাগর উপকূলের বাইরে চলে আসে। একা পেয়ে হরিণটিকে কামড়াতে থাকে কুকুরের দল। একপর্যায়ে হরিণটি মারা যায়।

গুলিয়াখালী গ্রামের প্রবীণ কৃষক মো. আবু তাহের জানান, প্রায়সময় কুকুরের দল উপকূলীয় বনে ঢুকে হরিণের উপর আক্রমণ করে। এদিন একটি হরিণ সাগরপাড়ে একা চলে আসলে কুকুরের দল কামড়ে হরিণটিকে মেরে ফেলে।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী (বাবু) বলেন, উপকূলের বনে কুকুরের আক্রমণে একটি হরিণ মারা গেছে জানতে পেরে ঘটনাটি বন কর্মকর্তাদের অবহিত করেছি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মৃত হরিণটি সেখানেই পড়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ অফিসার মো. কামাল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, হরিণের মৃত্যুর খবরটি একটু দেরিতে শুনেছি। তবে খবর পেয়েই দ্রুত সেখানে একজন বিট অফিসারকে পাঠানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে জানান হরিণটি সাগরে ভেসে আসার পর কুকুরের কামড়ে মারা যায়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!