করোনা প্রতিরোধে দুরন্ত চট্টগ্রাম

দিন দিন করোনায় দারুণ সাফল্য পাচ্ছে চট্টগ্রাম। এ অবস্থা অব্যাহত থাকলে শিগগির করোনাকে পরাজিত করা যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হলেও নতুন করে করোনা শনাক্ত হয়েছে মাত্র দুজন।

এ সময়ে চট্টগ্রামের কোথাও কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। অবশ্য গত ৮ দিন ধরেই করোনায় মৃত্যুহীন দিন কাটাচ্ছে চট্টগ্রাম।

সোমবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : সপ্তাহজুড়ে আশার চিত্র

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.১৫ শতাংশ।

শনাক্তদের মধ্যে একজন নগরের এবং একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ দুই হাজার ২৬৯ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!