‘করোনা—ডেঙ্গু টেস্ট’ ৩০ মিনিটেই রিপোর্ট জেনারেল হাসপাতালে

করোনার র‍্যাপিড এন্টিজেন টেস্টের পাশাপাশি এখন থেকে ডেঙ্গু পরীক্ষাও করানো যাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।

দিনের যেকোনো সময় (২৪ ঘণ্টা) বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও ১১০ টাকা ফি দিয়ে করোনার র‍্যাপিড এন্টিজেন টেস্ট করানো যাবে হাসপাতালটিতে।

এরআগে হাসপাতালটিতে দিনের ১২টা পর্যন্ত করোনার র‍্যাপিড এন্টিজেন টেস্ট করানো হতো। বুধবার (৪ আগস্ট) থেকে শুরু হলো ডেঙ্গু পরীক্ষাও।

এ ব্যাপারে হাসপাতালটির চিকিৎসক ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, নমুনা দেওয়া ব্যক্তি দুটি টেস্টের ক্ষেত্রেই ফলাফল জানতে পারবেন ৩০ মিনিটের মধ্যে। করোনা টেস্টের ক্ষেত্রে শুধু অতিমাত্রার হাসপাতালে ভর্তিচ্ছুক  রোগীদের এবং যেকোনো জ্বরের রোগীকে ডেঙ্গু টেস্ট করানো হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনার র‍্যাপিড এন্টিজেন টেস্ট বা ডেঙ্গু পরীক্ষা করাতে চাইলে যেতে হবে হাসপাতালটির জরুরি বিভাগে। বুধবার সেখানেই শুরু হয় ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!