করোনা : চট্টগ্রামে ‘ভয়’ বাড়িয়েছে মৃত্যু—বাড়ল শনাক্তও

চট্টগ্রামে করোনায় আবার ‘ভয়’ বাড়িয়েছে মৃত্যু। একদিনেই মারা গেছেন তিন করোনা রোগী। একইসঙ্গে বেড়ছে শনাক্তও।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছে ৩ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৭২৯ জন। শনাক্তের হার ২৪.৩৯ শতাংশ।

আক্রান্তদের ৫৩০ জন নগর ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মারা যাওয়াদের ২ জন নগর ও ১ জন উপজেলার বাসিন্দা।

আগেরদিন ৫৮৭ জন শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২১.২২ শতাংশ। এদিন করোনায় কোনো মৃত্যু ছিল না।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : শনাক্তে ‘সুখবর’—মৃত্যুতে ‘দুঃসংবাদ

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ ল্যাবে ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৫৭২ নমুনায় ২৩৫ জন, শেভরনে ৪৬০ নমুনায় ৭৮ জন, এন্টিজেন টেস্টে ৩১৪ নমুনায় ৫৪ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭৬ নমুনায় ৪৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩২ নমুনায় ৩১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৯৮ নমুনায় ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮৫ নমুনায় ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩১ নমুনায় ৫৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২১ নমুনায় ১৯ জন, ইপিক হেলথ কেয়ারে ৯৩ নমুনায় ৩১ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৭ নমুনায় ৫ জন এবং ল্যাবএইডে ১ নমুনায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। তবে আরটিআরএলে ৩ নমুনায় কারো করোনা পাওয়া যায়নি।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : বুস্টার ডোজের বয়স কমলো, ১২ বছরের বেশি হলেই করোনার টিকা

উপজেলার মধ্যে হাটহাজারী ৩০ জন, রাউজান ৩০ জন, পটিয়া ২৭ জন, বোয়ালখালী ২২ জন, ফটিকছড়ি ২০ জন, আনোয়ারা ২০ জন, সন্দ্বীপ ১১ জন, রাঙ্গুনিয়া ৯ জন, বাঁশখালী ৭ জন, সাতকানিয়া ৭ জন, মিরসরাই ৫ জন, সীতাকুণ্ড ৪ জন, চন্দনাইশ ৪ জন, লোহাগাড়া ২ জন এবং কর্ণফুলীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নগরে ৮৭ হাজার ৮০৭ জন এবং উপজেলায় ৩২ হাজার ৪৩৭ জনসহ মোট শনাক্ত ১ লাখ ১২০ হাজার ৪৩৩ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৮। যার ৭৩৩ জন নগর এবং ৬২৫ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!