করোনা : চট্টগ্রামে দেড় সহস্রাধিক পরীক্ষায়ও শনাক্ত পৌঁছেনি দুই অঙ্কের ঘরে

চট্টগ্রামে করোনায় এসেছে দারুণ খবর। দেড় সহস্রাধিক নমুনা পরীক্ষায়ও শনাক্ত ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর! বৃহস্পতিবার ( ৩ মার্চ) এন্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৪ ল্যাবে ১ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ জনের দেহে।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা ৭ জন, বাকি দুজন হাটহাজারী ও ফটিকছড়ি এলাকার বাসিন্দা।

শুক্রবার (৪ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৭ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্ত বাড়লেও ‘শঙ্কা’ বাড়েনি

এদিন বিআইটিআইডিতে ২১৬ নমুনায় ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৬ নমুনা পরীক্ষায় ৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১১৫ নমুনা পরীক্ষায় ১ জন এবং আরটিআরএল ল্যাবে ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫১৯ জন। এর মধ্যে ৯২ হাজার ১৩ জন নগরের এবং ৩৪ হাজার ৫০৬ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট মৃত্যুর ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!