চট্টগ্রামে করোনা : শনাক্ত বাড়লেও ‘শঙ্কা’ বাড়েনি

চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবার বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে শনাক্ত বাড়লেও ‘শঙ্কা’ বাড়েনি। কারণ শনাক্তের হারটা যে রয়েছে ২ শতাংশের নিচে। বিশেষজ্ঞদের মতে, শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে তা নিয়ন্ত্রণে আছে বলেই ধরে নেওয়া হয়।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। আগের দিন যা ছিল ২৮ জন। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি। বৃহস্পতিবার (৩ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্তে সাফল্য, মৃত্যুতেও

প্রতিবেদনে বলা হয়, বুধবার চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে ১ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে ২৪ জন মহানগর এলাকার ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫১০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫০৪ জন। এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!