করোনা: এবার শনাক্ত ‘কাপ্পা’

ভারতের উত্তর প্রদেশে এবার শনাক্ত হয়েছে ‘কাপ্পা’। দু’জনের শরীরে পাওয়া গেছে করোনার ‘কাপ্পা’ প্রজাতির এই সংক্রমণ। এর আগে ১০৭ জনের শরীরে শনাক্ত হয় করোনার ডেল্টা সংক্রমণ।

বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ২০২০ সালের অক্টোবর মাসেই ভারতে প্রথম কাপ্পার খোঁজ মিলেছিল। বি.১.৬১৭.২’কে যেখানে ডেল্টা নামে ডাকা হচ্ছে, বি.১.৬১৭.১ রূপী ভাইরাসের নামকরণ হয় কাপ্পা।

তবে করোনার এই রূপ নিয়ে এখনো খুব বেশি উদ্বেগ প্রকাশ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যেকোনো রূপান্তরিত ভাইরাস যদি ফের রূপ বদলায় এবং বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে, তখন তার ওপর নজরদারি বাড়ানো হয়। তখন সেটা হয়ে যায় ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!