করোনার টিকা নেওয়ার বয়স আরও কমলো

দেশে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। বাড়ছে করোনা রোগীর মৃত্যুও। উদ্ভূত পরিস্থিতিতে দেশের আরও বেশি মানুষকে করোনার টিকার আওতায় আনার লক্ষ্যে বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ বছর হলেই নেওয়া যাবে করোনার টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চট্টগ্রামের ৪ ল্যাবে ৫৩ শতাংশের বেশি নমুনায় মিলল করোনা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গতকাল (১৮ জুলাই) রাত থেকেই সুরক্ষা অ্যাপে বয়সসীমা কমিয়ে ৩০-এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

করোনার টিকার আওতায় দেশের আরও বেশি জনগণকে আনার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, দেশে বর্তমানে চার ধরনের টিকাদান কর্মসূচি চলছে। এগুলো হলো- কোভিশিল্ড, ফাইজার, মডার্না ও সিনোফার্মা।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!