সিটি করপোরেশন একদিনে উচ্ছেদ করল দুই শতাধিক দোকান—স্থাপনা

নগরের গোলপাহাড় মোড়, জিইসি মোড়, শুলকবহর, বহদ্দারহাট কাঁচাবাজার এবং শাহ আমানত সেতু সড়কের নতুন চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তা ও উভয়পাশের ফুটপাতের অবৈধ স্থাপনাসহ দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসময় রাস্তা ও ফুটপাতে মালামাল রেখে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৪ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৭ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান চালান।

আরও পড়ুন:জঙ্গল সলিমপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল জেলা প্রশাসন 

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ফিরিঙ্গিবাজার এলাকার বিভিন্ন সড়কের উভয়পাশে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচলানা ও নির্মাণসামগ্রী রাখায় ৭ জনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ফিরিঙ্গিবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার বংশ বিস্তারের উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিতে ভবন মালিককে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!