এলাকায় মাইকিং—থানায় জিডি, নিখোঁজের ১৬ ঘণ্টার পর মিলল শিশুর নিথর দেহ

লোহাগাড়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মুনতাসির মুহাম্মদ নাঈম (৪) নামের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার মুন্সী পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: হাসপাতালে অবহেলায় শিশুর মৃত্যু, শিশুর মা—বাবাকে পিটিয়ে মামলা খেল ৫ ডাক্তার

এর আগে গত বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১১টায় লোহাগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজন।

মুনতাসির মুহাম্মদ নাঈম উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা ৯ ওয়ার্ডের সুজানী বর বাড়ির আরিফুল ইসলামের দ্বিতীয় সন্তান।

নাঈমের চাচাত ভাই মোকাররম হোসাইন জানান, নাঈম বুধবার বিকাল আনুমানিক ৪টা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করার পর না পেয়ে এলাকায় মাইকিং করে। পরে রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

আরও পড়ুন: মাদরাসায় শিশুর লাশ, কীটনাশকের বোতল ঘিরে রহস্য

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন মনির জানান, শিশু নাঈম নিখোঁজের বিষয়টি তার পরিবারের লোকজনের কাছ থেকে শুনেছি এবং থানা পুলিশকে অবহিত করার পরামর্শ দিয়েছিলাম।

এদিকে আইনি প্রক্রিয়া শেষে শিশুর লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!