এক ছাদের নিচে সব কেনাকাটা—পেনিনসুলায় উদ্যোক্তা মেলা ৩ জুলাই

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে চট্টগ্রামে শুরু হচ্ছে উদ্যোক্তা মেলা। নগরের জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় আগামী ৩ জুলাই থেকে শুরু হবে মেলা। চলবে ৪ জুলাই বিকেল পর্যন্ত। অনন্য এ আয়োজন করছে উদ্যোক্তা চট্টগ্রাম।

জানা যায়, পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে শুরু হতে যাচ্ছে এই পণ্য প্রদর্শনী। সবার জন্য বিনামূল্যে প্রবেশ ও উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দুদিনব্যাপী এই জমকালো আয়োজনে প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

আরও পড়ুন: চট্টগ্রাম জজ আদালতের নতুন পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী

উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও আয়োজনের পৃষ্ঠপোষক সোনিয়া আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মূলত নারী উদ্যোক্তাদের তুলে আনার জন্য এবং চট্টগ্রামের জনগণের জন্যই এই আয়োজন। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো। চট্টগ্রামের মানুষের জন্য এক ছাদের নিচে স্বয়ংসম্পূর্ণ কেনাকাটার সমাধান নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রদর্শনীতে থাকছে পোশাক, গয়না, ঘর সাজানোর জিনিস, লাইফস্টাইল ব্র‍্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার। চল্লিশ প্লাস প্রিমিয়াম ব্র‍্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।

এই প্রদর্শনীর সহযোগী হিসেবে আছে উইমেন্স কনসেপ্ট, ইভেন্ট পার্টনার ‘লামোর ইভেন্ট প্ল্যানার’ এবং ফুড পার্টনার ‘দ্যা গ্রাব-বক্স’।

রানা/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!