এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

বৃহস্পতিবার (৮ জুন) তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আরও পড়ুন : চট্টগ্রামে হঠাৎ কমে গেল এইচএসসি পরীক্ষার্থী, কারণ জানালেন ৩ অধ্যক্ষ

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত রুটিনে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

এছাড়া ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!