চট্টগ্রামে শত স্থাপনা উচ্ছেদের দিনে সিটি করপোরেশনের মামলা খেল ৪ লোক

নগরের বিভিন্ন এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় রাস্তা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপর পর্যন্ত নগরের অক্সিজেন মোড়, বঙ্গবন্ধু এভিনিউ’র অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট পর্যন্ত রাস্তার উভয়পাশ এবং আতুরার ডিপো বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম।

আরও পড়ুন: সিটি করপোরেশন একদিনে উচ্ছেদ করল দুই শতাধিক দোকান—স্থাপনা

এদিকে একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরের পাহাড়তলী আমবাগান সড়কে নির্মাণসামগ্রী ও লোহার অ্যাঙ্গেল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করায় ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!