ইপিজেডের ১৫ লাখ টাকার জ্যাকেট চুরির নেপথ্যে ৩ যুবক

ইপিজেডের একটি পোশাক কারখানা থেকে জ্যাকেট চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার গার্মেন্টসসামগ্রী উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বন্দর থানার ওয়াসিম চৌধুরীপাড়ার আব্দুল নুর মিঠুর ছেলে মো. শাকিল (২২), খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মো. কামরুল হুদা প্রকাশ রুবেল (৩৮) ও চাঁদপুরের শাহরাস্তি থানার হোসেনপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. হোসেন প্রকাশ রানা (২৪)।

আরও পড়ুন: ইপিজেডে ধরা খেল ছিনতাই চক্রের ৩ যুবক

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গত ৬ নভেম্বর ইপিজেড এলাকার জিএইচ হেওয়ে কোম্পানির দ্বিতীয় তলার ফিনিশিং সেকশনের স্টোর রুম থেকে ১ হাজার ৩শ পিস জ্যাকেট চুরি হয়। ঘটনার পরদিন করা হয় মামলা।

ওসি বলেন, মামলার পর শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে খুলশী, বন্দর ও ঢাকার খিলগাঁও থানার বনশ্রী এলাকা থেকে চুরি যাওয়া ৮৫০ পিস জ্যাকেট ও জ্যাকেটের অংশবিশেষ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার ৫শ টাকা।

ওসি আরও বলেন, গ্রেপ্তারদের আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!