আবার আসছে হরতাল

দেশে আবার আসছে হরতাল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ আটটি রাজনৈতিক দলের ঐক্য ‘বাম গণতান্ত্রিক জোট’।

এ উপলক্ষে আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় মুক্তি ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে হরতালের কর্মসূচি ঘোষণা করবে সংগঠনগুলো।

আরও পড়ুন: নগরে হরতালের রূপ, রাস্তায় অটোরিকশার রাজত্ব

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় বাম সংগঠনগুলোর একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেন।

বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন বলেন, আগামীকাল (শুক্রবার) হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২৮ মার্চ হরতাল হবে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা (সিপিবি) সারাদেশে এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছি। এটা আজ থেকে শুরু হয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া আমরা একটা কর্মসূচি ঠিক করছি, সেটা আগামীকাল (শুক্রবার) জানানো হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!