আনোয়ারায় বেশি দামে গরুর মাংস বেচায় ৩ ব্যবসায়ীর দণ্ড

আনোয়ারায় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও কাফকো এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন।

জানা যায়, দোকানে মূল্য তালিকা না রাখা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ন্ত্রণ আইনে ৩ মাংস ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে গরুর মাংসে কারচুপি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, রাজধানী ঢাকায় গরুর মাংস ৫৯৫ থেকে ৬শ টাকায় বিক্রি হলেও আনোয়ারার বিভিন্ন স্থানে ৯শ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। অভিযানে বেশি দামে মাংস বিক্রির সত্যতা পাওয়ায় তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

জিইউটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!