আনোয়ারায় ছুরি মেরে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

আনোয়ারায় রাতের আঁধারে কলিম উল্যাহ (২৩) নামে একে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাঁকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার (১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া শাহী দরবার মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

কলিম উল্যাহ (২৩) রুদুরা গ্রামের মৌলভী ইসমাইল সাহেবের বাড়ির মৌলভী মো. মোজাম্মেল হকের ছেলে। তিনি আনোয়ারা সদরে জয়কালী বাজার সংলগ্ন একটি দোকানে বিকাশ এজেন্টের ব্যবসা করেন।

আরও পড়ুন : মধ্যরাতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন মানিক বলেন, শুক্রবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ডুমুরিয়া শাহী দরবার মাদ্রাসা সংলগ্ন রাস্তায় আসলে দুজন মোটরসাইকেল আরোহী তার পথ আটকে ফেলে। এরপর তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় নগদ টাকা ও মোবাইল ব্যালেন্স মিলিয়ে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহতাবস্থায় স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জিইউটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!