মধ্যরাতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই

চকরিয়ায় রাতের আঁধারে ফিল্মি স্টাইলে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান রকেট ও এয়ারটেলের এক ডিস্ট্রিবিউটরকে মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে পৌরশহরের সরকারি হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : বিকাশ কর্মকর্তাকে মেরে ছিনতাই, টাকাসহ পুলিশের জালে ২ 

ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম মো. হাসান। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা ও শহরের একটি দোকানে মোবাইল ব্যাংকিং রকেট ও এয়ারটেলের ডিস্ট্রিবিউটরের ব্যবসা করেন। ঘটনার পরপরই তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী হাসান বলেন, শনিবার রাতে দোকান বন্ধ করে রিকশা নিয়ে বাসায় ফিরছিলাম। হাইস্কুল সড়কে বাসার কাছাকাছি যেতেই মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন লোক আমার ওপর হামলা করে মারধর করে। এরপর সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ও চারটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে একাধিক টিম কাজ করছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!