আঘাতের চিহ্ন নেই—হালদায় হঠাৎ ভেসে উঠল ১২ কেজির কাতলা

চট্টগ্রামের হালদা থেকে ১২ কেজি ওজনের একটি মরা কাতলা মাছ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার  (১ জুন) সকালে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়।

হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর জানান, হালদা নদী থেকে ১২ কেজি ওজনের কাতলা মাছটি উদ্ধারের পর হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া হালদা রিসার্চ ল্যবটেরিতে পরীক্ষার জন্য নিয়ে যান । 

আরও পড়ুন: মা মাছের নিরাপত্তায় হালদায় আড়াই ঘণ্টার অভিযান

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বলেন, মরা কাতাল মাছটি উদ্ধারের পর ল্যাবরেটরিতে আনা হয়েছে। তবে মাছটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

যোগাযোগ করা হলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, হালদা নদীর রাউজানের আজিমের ঘাট এলাকা থেকে ১২ কেজি ওজনের একটি মরা কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। পরে মাছটি হালদা রিসার্চ ল্যবটেরিতে পাঠানো হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!