মা মাছের নিরাপত্তায় হালদায় আড়াই ঘণ্টার অভিযান

হালদা ও কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে আড়াই ঘণ্টার অভিযানে প্রায় ৪ লাখ টাকার জাল উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মদুনাঘাট, মোহনা, ছায়ারচর, কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

এর আগে রোববার (২২ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সুতার জাল জব্দ করা হয়।

আরও পড়ুন: হালদায় ভাসছে আশার ভেলা, নমুনা ডিম ছেড়েছে মা মাছ

জানা গেছে, মা মাছের নিরাপত্তা ও নির্বিঘ্নে ডিম ছাড়া নিশ্চিতকল্পে চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. মোমিনূল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানতে চাইলে সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীতে সারাবছর মাছ শিকার বন্ধ থাকলেও কিছু অসাধু চক্র হালদার বিভিন্ন স্থানে জাল দিয়ে মাছ শিকার করে যাচ্ছে। নদীতে ভাসা জাল দিয়ে মাছ শিকার করার সংবাদে হালদা ও কর্ণফুলী নদীর মোহনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!