চট্টগ্রামে আইএসপিএবি মেলা রোববার, থাকবে মেজবানও

চট্টগ্রামে প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে আইএসপিএবি মেলা-২০২৩। এছাড়া আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী মেজবান। মেলায় বিভিন্ন ইন্টারনেট, টেলিকম সেবাদাতা ও টেলিকম যন্ত্রপাতি আমদানিকারকদের অংশগ্রহণে থাকবে ২০টি স্টল।

রোববার (১২ মার্চ) সকাল ১০টায় পাঁচলাইশ থানা এলাকার কিং অব চিটাগাং-এ মেলার উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। এছাড়া বিটিআরসির ঊর্ধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: বাগান বিলাসে উদ্যোক্তার মেলা

আয়োজকরা জানান, চটগ্রামে এ মেলার আয়োজনের উদ্দেশ্য হলো বাংলাদেশের সব ইন্টারনেট সেবাদানকারী উদ্যোক্তাদের মাঝে সম্প্রীতি বাড়ানো এবং টেলিকম যন্ত্রপাতির নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে সাধারণ জনগণ ও উদ্যোক্তাদের অবহিত করা।

এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে আইএসপিএবি পরিবারের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী মেজবানের।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!