অস্ত্র বিক্রি করতে এসে কর্ণফুলী নদীতে ধরা খেল বাঁশখালীর সাজ্জাদ ডাকাত

অস্ত্র বিক্রির সময় সাজ্জাদ (৩০) নামের এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্রসহ ৬ রাউন্ড গুলি।

মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী নদী থেকে গোপন সংবাদের অভিযানে তাকে আটক করা হয়।

আটক সাজ্জাদ পশ্চিম পুকুরী গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে।

আরও পড়ুন: হালিশহরে রাতের আঁধারে অস্ত্রসহ ধরা খেল হামকা গ্রুপের নেতাসহ ৪ ডাকাত

বুধবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, কর্ণফুলী নদীতে বাঁশখালীর একজন কুখ্যাত ডাকাত অস্ত্র বিক্রির করতে আসবে এমন সংবাদে অভিযানিক দল তৎপরতা বৃদ্ধি করে। পরে রাত আনুমানিক ১টার দিকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড গুলিসহ সাজ্জাদকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর সাজ্জাদের দেওয়া তথ্যে আরও ২টি আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ১টি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার ১৭৫ টাকা জব্দ করা হয়। আটকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হবে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!