অসহায় মায়ের আকুতি শুনে ৩ সন্তানের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ফেসবুক পেজে এক অসহায় মা তার তিন মেয়ের পড়ালেখার সাহায্য চেয়ে হৃদয়স্পর্শী এক কমেন্ট করেন। যেখানে তিনি লিখেন, ‘৩ মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে।’

কমেন্টটি চোখে পড়ার পরপরই ওই পরিবারের খোঁজ নিতে বলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। কিন্তু তখনও কেউ জানত না এই একটি পোস্ট পুলিশ কমিশনারের হৃদয়ে কী ঝড় তুলেছিল। সেটা খোলাসা হলো আজ শনিবার (১০ সেপ্টেম্বর)।

আজ বেলা ১২টায় সিএমপি কমিশনার কার্যালয়ে তিন মেয়েকে নিয়ে হাজির অসহায় সেই মা। তখনও এই মা জানতেন না তাঁর জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করছে।

কমিশনারের কক্ষে যাওয়ার পরপরই তিনি জানলেন তাঁর তিন সন্তানের পড়ালেখা নিয়ে অন্তত একটি বছর কোনো টেনশন করতে হবে না, হাত পাততে হবে না কারো কাছে।

তিন সন্তানের এক বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। সেই মায়ের চোখে তখন রাজ্যের বিস্ময়!

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!