অভিযানের খবর পেয়ে পালিয়ে গেল ৩ হাজার মিটার জাল ফেলে

হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম জানান, হালদা নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে গুমানমর্দ্দন এলাকাজুড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের কথা জানতে পেরে অবৈধ মৎস্য আহরণকারীরা জাল ও মাছ ধরার সরঞ্জাম ফেলে পালিয়ো যায়। পরে ৩ হাজার মিটারের ঘেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করি।

আরও পড়ুন: অনবরত সরছে মাটি—যেকোনো সময় ধসে পড়তে পারে হালদা সেতু

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে সঙ্গে থাকার জন্য নৌপুলিশ, গ্রামপুলিশ, আইডিএফ এবং মৎস্য কর্মকর্তা রাব্বানী ও মুনিরসহ সবাইকে ধন্যবাদ জানায়। হালদার মা মাছ ও ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!