অভিযানের খবর পেয়েই পালাল পাচারকারীরা, মিলল ৬ ড্রেজার মেশিন

রাউজানের সর্ত্তাখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজার মেশিনসহ কয়েকশ ফুট পাইপ জব্দ করা হয়েছে। তবে এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি।

শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রিদুয়ানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টাচার্য্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন।

আরও পড়ুন: অভিযানের খবরে পালিয়ে গেল অর্ধ লক্ষাধিক ফুট বালু ফেলে

জানা যায়, অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনকারীরা সবাই পালিয়ে যায়। পড়ে খালের মধ্যে থাকা ছয়টি ড্রেজার মেশিন ও পাইচ জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট রিদুয়ানুল ইসলাম বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ও কয়েকশ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!