অবৈধভাবে পণ্য মজুদ করে ধরা খেল সীতাকুণ্ডের ২ দোকানি

সীতাকুণ্ডে অবৈধভাবে পণ্য মজুদ করায় দুটি দোকানকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(২৩ জুন) সকালে মাদামবিবিরহাট এলাকা ও বড় কুমিরা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

জানা গেছে, মাদামবিবিরহাট বাজারের জসিম স্টোর ও কুমিরা বাজারের আলম স্টোরে অবৈধভাবে পণ্য মজুদ করা হয়েছিল। অভিযানে সত্যতা পাওয়ায় উভয় দোকানকে বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বাড়তি দামে পণ্য বেচে ফেঁসে গেলেন ২০ ব্যবসায়ী 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, সীতাকুণ্ডে গোপন সংবাদে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পণ্য মজুদ করার অপরাধে ২ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামছুন্নাহার স্বর্ণা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!