অটোরিকশা চালকই অপহরণ করেছিল রাউজানের স্কুলছাত্রীকে

রাউজানে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মো. সায়মন ইসলাম নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ভিকটিমকে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের অভিযানে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রেলস্টেশন সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।

গ্রেপ্তার সায়মন রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের খলিলাবাদ এলাকার জানে আলম চৌধুরীর বাড়ীর শিক্ষক সৈয়দুল আনোয়ারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

আরও পড়ুন: বাসায় ফিরেনি সপ্তম শ্রেণীর ছাত্রী, পরিবারের অভিযোগ অপহরণ করেছে বখাটে যুবক

জানা যায়, গত ১ ডিসেম্বর কদলপুর ইউনিয়নের এক প্রবাসীর স্কুলছাত্রী মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় অটোরিকশা চালক মো. সায়মন ইসলাম। এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর মা বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। মামলায় সায়মনকে আসামি করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বুধবার সকালে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রেলস্টেশন সংলগ্ন একটি বাসা থেকে ভিকটিমকে উদ্বার ও অপহরণকারী মো. সায়মন ইসলামকে গ্রেপ্তার করি। আজ (বৃহস্পতিবার) সকালে সায়মনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!