হাটহাজারী উপজেলার ১২নং চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন-উর-রশিদ চৌধুরী (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ আগষ্ট) সকাল ৭টায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন।
আজ (রোববার) আছরের নামাজের পর স্থানীয় দরবেশিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, হারুন-উর-রশিদ চৌধুরী চিকনদণ্ডী ইউনিয়নের (১৯৮৩-৮৪ ও ১৯৯২-৯৬) দুইবারের সফল চেয়ারম্যান ছিলেন।
হাটহাজারী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট ও চোখের অসুখে ভুগছিলেন।