হঠাৎ ১০০ ফুট নিচে পড়ে গেল ৫ দোকান

রাঙামাটিতে বৃষ্টির তোড়ে মাটি ধসে ১০০ ফুট নিচে পড়ে গেছে পাঁচ দোকান। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টার সময় শহরের রিজার্ভ বাজারের আব্দুল আলী একাডেমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি কবির হোসেন।

স্থানীয়রা জানান, দোকানগুলো কাঠের খুঁটির উপর নির্মিত ছিল। গত কয়েকদিন বৃষ্টির কারণে নিচের দিকে মাটি সরে গিয়ে দোকানগুলো ঝূঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি বুঝতে পেরে দোকানদাররা নিজেদের নিরাপদ দূরত্ব রাখেন। সকালে হঠাৎ পাঁচটি দোকান ঘর ভেঙে কাপ্তাই হ্রদের পাড়ে প্রায় একশ ফুট নিচে গিয়ে পড়ে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা।

এদিকে ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, দোকান মালিকদের ঝুঁকির কথা বলার পরও তারা দোকানগুলো মেরামত করেননি। এ দুর্ঘটনায় আমাদের কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আলমগীর মানিক/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!