মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, চলবে আরও ২ দিন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এছাড়া আগামীকাল ও পরশু আরও দুইদিন সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টার কিছু সময় পর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন: মেজর সিনহা হত্যা: সাবেক ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

তিনি জানান, প্রথমে মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় আদালতে মামলার অন্যতম প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামি হাজির ছিলেন। আসামিপক্ষের আইনজীবি হিসেবে ছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

এর আগে চলতি বছরের ২৬ জুলাই থেকে পরবর্তী তিনদিন সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত থাকলেও করোনা সংক্রমণ রোধে  দেওয়া কঠোর বিধিনিষেধের কারণে সম্ভব হয়নি। পরে ২৩, ২৪ ও ২৫ আগস্ট তিনদিন সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রের কাছে থাকবে ওসি প্রদীপ ও চুমকির সম্পদ

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!