সীতাকুণ্ডে সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) রাতে উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফৌজদারহাট সাগর উপকূল থেকে লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ‘মুহূর্তেই লাশ’—রক্তাক্ত ১০ যাত্রী গেল হাসপাতালে
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সাগরের পানিতে লাশ ভাসতে দেখে ইউপি সদস্য মোস্তাকিম আরজুকে জানায় এলাকাবাসী। তিনি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ফৌজদারহাট সাগর উপকূল থেকে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।