সমৃদ্ধ পটিয়া গড়তে ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম : আনোয়ারুল আলম চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আগামীর সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম। ২৪’র আন্দোলনে দুই হাজারের অধিক শহীদ এবং হাজার হাজার ছাত্র-জনতার পঙ্গু হওয়ার মধ্যদিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদদের রক্ত যাতে বৃথা যেতে না পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখার সহযোগী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : পটিয়ায় পরিবেশ দূষণ রোধে স্মারকলিপি

উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. নুরুল্লাহ, শিক্ষা সম্পাদক ইসমাঈল হক্কানী, একর্ড হোল্ডিংয়ের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন, মহানগরী ব্যাংকার্স থানার নায়েবে আমীর আকতার হোসেন, আহমেদুর রহমান, কালারপোল থানা আমীর মাস্টার মো. নাছির, উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন ও হাসমত আলী।

সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া আসনে জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী ডা. ফরিদুল আলম।

শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন আয়াজ।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm