ফটিকছড়িতে বসতঘর থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা এক সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রোসাংগিরি গ্রামের বিল্লা মুন্সির বাড়িতে নিজঘর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহতের নাম মুহাম্মদ আবদু শুক্কুর (৪৮)। তিনি ওই গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে।
আরও পড়ুন: ‘চাকরির হতাশায় মৃত্যু’—শেষমেষ আত্মহত্যার পথেই গেল যুবক
স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী দুইদিন আগে বাবার বাড়ি কুতুবদিয়ার বেড়াতে যান। তাঁর দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো দুপুরের খাবার শেষে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। বিকাল ৪টার দিকে ছেলে ফোরকান ঘরে এসে দেখে দরজা বন্ধ। এ সময় ডাকাডাকি করে সাড়া না পেলে দরজা ভেঙে দেখেন আবদু শুক্কুর বিমের সঙ্গে দড়িতে ঝুলছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পারিবারিক অশান্তিতে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’