রেকর্ড জয়ে শেষ আটে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় গ্রুপপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে রেকর্ড জয়ে শেষ আট নিশ্চিত করল আর্জেন্টিনা।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে সোমবার রাতের খেলায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

চলতি আসর শুরুর আগে মহাদেশীয় এই টুর্নামেন্টে প্যারাগুয়ের সঙ্গে খেলা ২২ ম্যাচের একটিতেও হারেনি আলবিসেলেস্তেরা। এবার সেই রেকর্ড ২৩-এ উন্নীত করলেন লিওনেল মেসি ও ডি মারিয়ারা। একইসঙ্গে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হলো মেসিদের।

এর আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা

প্যারাগুয়ের বিপক্ষে খেলার শুরু থেকেই রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিতে থাকেন ডি মারিয়া। তবে মারিয়ার এগিয়ে দেয়া পাস থেকেই দশম মিনিটে জয়সূচক গোলটি করেন দারিও গোমেজ। ম্যাচের দশম মিনিটে পাওয়া একমাত্র গোলেই চলতি কোপায় আসে আর্জেন্টিনার দ্বিতীয় জয়।

বি গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলের পাশাপাশি প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটের লড়াই শুরু করবে তারা। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে প্যারাগুয়ে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!