মুখে স্কচটেপ—রেললাইনের ব্রিজে পড়েছিল যুবকের লাশ

হাটহাজারীর রেললাইন থেকে মো. মামুন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সরকারহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শনিবার) সকালে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট রেলাইনের আগে মাটিরপুল এলাকায় রাস্তায় রক্তের ছোপ ছোপ দাগ দেখেন এলাকার মানুষ। সেই চিহ্ন ধরে রেললাইন ব্রিজের উপর গিয়ে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: হাটহাজারীর কৃষিজমিতে অবিস্ফোরিত কামানের গোলা

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মামুন নারকেল ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার এসআই ফয়সাল বলেন, আজ (শনিবার) সকালে মির্জাপুর সরকারহাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!